শ্রীরামপুর-উত্তরপাড়া: রিসরা জাগরন ক্লাবের জগদ্ধাত্রী পূজার প্রতিমার একাধিক অলংকার চুড়ির ঘটনায় চাঞ্চল্য
রবিবার আনুমানিক ভোর ৬টা - ০৬:৩০টা নাগাদ রিসরা জাগরন ক্লাবের জগদ্ধাত্রী পূজার প্রতিমা অলংকার চুড়ির ঘটনায় চাঞ্চল্য। সোনার টিকলি সহ একাধিক গহেনা, চুরি হয়েছে বলে অভিযোগ পুজো কমিটির। থানায় অভিযোগ দায়ের করেন পূজা কমিটির সদস্যরা। ৪৯ বছরের পুজো, কখনো এমন ঘটনা ঘটেনি, এই প্রথমবার।