কোতুলপুর: রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের কোতুলপুরের ভদ্র জমিদার বাড়ির দুর্গা পুজোর প্রাচীন ইতিহাস তুলে ধরা হলো
রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গা পুজোর প্রাচীন ইতিহাস তুলে ধরা হলো ভদ্র বাড়ির অন্দরমহল থেকে।বাঁকুড়ার প্রাচীন দুর্গা পুজো গুলির মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্র বাড়ির দুর্গা পুজো। কালের নিয়মে এক কালের বিখ্যাত জমিদারি আজ জৌলুস হারিয়েছে জমিদারবাড়ির সেই দুর্গাপুজো। কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজো তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া।