আউশগ্রাম ১: কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, করটিয়ায় অনুষ্ঠিত সভা থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করলেন আউশগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি
কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ করটিয়ায় অনুষ্ঠিত সভা থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করলেন আউশগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি ইন্দাজুল শেখ। জানা গিয়েছে, SIR নিয়ে এদিন তৃণমূলের উদ্যোগে করটিয়ায় একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে SIR-এর একাধিক দিক তুলে ধরে এলাকাবাসীকে এদিন সতর্ক করেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি কারোর কোন সমস্যা হলে অঞ্চলের সহায়তা কেন্দ্রে হাজির হওয়ার পরামর্শ দেওয়া হয়।