ঝাড়গ্রাম: বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যা কেস প্রত্যাহারের দাবিতে ঝাড়গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ
বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যা কেস প্রত্যাহারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে পথ অবরোধে সামিল হলেন আশাকর্মীরা। জানা গেছে, ঝাড়গ্রামে আশাকর্মীদের এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।