কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মাঝে বঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ পুরুলিয়ার সভা থেকে বললেন নওসাদ সিদ্দিকী।আই এস এফ এর পুরুলিয়া বিধানসভার ডাকে ওয়াকাফ সংশোধনী আইন ২০২৫ বাতিল করার দাবিতে,ভোটার তালিকার SIR এর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধ করার দাবিতে,ওবিসি সংরক্ষণ পূর্ণবহাল এবং ফেক এসটি-এসসি সার্টিফিকেট বাতিলের দাবিতে এবং ভিন্ন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষার দাবিতে সোমবার পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে অধিকার সমাবেশ।