বুদ্ধদেব ভট্টাচার্য নগরে (ওন্দা) সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের ৩য় বাঁকুড়া জেলা সম্মেলন শুরু হলো শহীদ বেদিতে মাল্যদান দিয়ে। শহীদ বেদীতে মাল্যদান করেন সংগঠনের জেলা সভাপতি মনোরঞ্জন পাত্র, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জুড়ান বাগদী, গণ আন্দোলনের নেত্রী দেবলীনা হেমব্রম, গণ আন্দোলনের নেতা অজিত পতি ও এবং কমরেড ঝাড়ু বাগদী ও কমরেড মমতা মাহাতোর পরিবারের সদস্যরা।