জয়নগর ২: বাঘ তাড়ানো অস্থায়ী কর্মীদের বীমা র দাবী তুললেন মানবাধিকার সংগঠন এপিডিয়ার
শীত পড়লেই জঙ্গলের বাঘ গ্রাম সংলগ্ন এলাকায় আসে। আর সেই বাঘ কে তাড়াতে দরকার পরে কুইক রেসপন্স টিমের সদস্যদের। আর এই ঝুঁকিপূর্ণ কাজে, তাদের জন্য বনদপ্তর কোন বীমার ব্যবস্থা করছে না বনদপ্তর। এই সমস্ত অস্থায়ী কর্মীরা বিপদগ্রস্ত হলে তাদের পরিবারের নজর রাখছে না বনদপ্তর।এ বিষয় নিয়ে মানবাধিকার সংগঠন APDR এর রাজ্যের সাধারণ সম্পাদক আলতাব আহমেদ কি জানাচ্ছেন তা শুনুন।