ছাতনা: খাতড়া সিনেমা রোড সর্বজনীনের থিম – বরসানার রাধারানী মন্দির
খাতড়া শহরের সিনেমা রোড সর্বজনীন কালীপুজো কমিটি এ বছর তাদের রজত জয়ন্তী বর্ষে বিশেষ চমক নিয়ে হাজির হয়েছে। এবারের থিম তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের বরসানার ঐতিহ্যবাহী রাধারানী মন্দিরের আদলে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বাজেট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের নানান লীলা। এমনকি রথের ওপরে দাঁড়িয়ে রাধা ও কৃষ্ণের প্রতিমূর্তিও দর্শনার্থীদের নজর কাড়বে।