দার্জিলিং-পালবাজার: আবহাওয়া খারাপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার লেবং এলাকায় নামতে পারেনি,লেবঙয়ে বলে BJP প্রার্থী
আবহাওয়া খারাপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার দার্জিলিংয়ের লেবং এলাকায় নামতে পারেনি। রবিবার বিকেল পাঁচটা নাগাদ দার্জিলিং এর লেবং এলাকায় সংবাদমাধ্যমে এমনটাই জানালেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তিনি বলেন আবহাওয়া খারাপ হওয়া সত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার বাগডোগরা থেকে লেবঙ এর দিকে রওনা দেয়। তবে বারবার চেষ্টা করা সত্ত্বেও লেবং এলাকায় অবতরণ করতে পারেনি তার হেলিকপ্টার।