ঝাড়গ্রাম: চন্দ্রী মোড়ের ৪৯ নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত ২, ক্ষতিপূরণের দাবি পরিবারের
ঝাড়গ্রাম থানার অন্তর্গত চন্দ্রী মোড়ে খড়গপুর চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত হয় দুই জনের। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন বিমল সিং ( ৪৬), অমিত সিং (৩২)। তাঁদের বাড়ি বেলিয়াবেড়া থানার নতুনডিহি গ্রামে। সোমবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জাতীয় সড়কে পারাপার করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই জনের।