আউশগ্রাম ২: হারিয়ে যেতে বসা হাডুডু খেলার আয়োজন করল আউশগ্রামের ভূঁয়েরা যুব সংঘ, খেলার সূচনা করলেন তৃণমূলের যুবনেতা সঞ্জু
হারিয়ে যেতে বসা হাডুডু খেলার আয়োজন করল আউশগ্রামের ভূঁয়েরা যুব সংঘ। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৯টা নাগাদ এই খেলার সূচনা করলেন তৃণমূলের যুব নেতা সঞ্জু। জানা গিয়েছে, প্রতিযোগিতা শুরুর আগে এদিন একটি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় অংশ নেয় অনুষ্ঠানের অতিথিরা। তবে এই প্রতিযোগিতা আয়োজনে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন। জানা গিয়েছে, দূরদূরান্তের একাধিক দল এই হাডুডু প্রতিযোগিতায় অংশ নেবে।