ফলতা: শ্যামা কালী পুজো উপলক্ষে শিবানীপুর এলাকায় মৃৎশিল্পীরা চরম ব্যস্ত চলছে শেষ বেলার প্রস্তুতির কাজ।
হাতেগোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কয়েকদিন পরেই শ্যামা কালীপুজো আর শ্যামা কালী পুজো উপলক্ষে ফলতা বিধানসভার অন্তর্গত শিবানীপুর এলাকায় মৃৎ শিল্পীদের মাওয়া খাওয়ার ফুরসৎ নেই। প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চলছে শেষ বেলার প্রস্তুতির কাজ।