গণ্ডাছড়া: এমডিসি ভূমিকানন্দ রিয়াং-এর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে গন্ডাছড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান
পিতৃপক্ষ শেষে মহালয়ার পুণ্য তিথিতে মাতৃপক্ষের সূচনায় আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে ৮ নম্বর গঙ্গানগর-গন্ডাছড়া আসনের জনপ্রিয় এমডিসি ভূমিকানন্দ রিয়াং বিভিন্ন বুথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুস্থ পরিবারের মা ও বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া, যাতে তাঁরা হাসি মুখে মাতৃ দর্শন করতে পারেন।