দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের কার্তিকপুর অনাথ বন্ধু সমিতির প্রতিমা ও দেগঙ্গা চট্র্রল সমিতির প্যান্ডেল সকলের নজর কেড়েছে
এবারের পুজোয় সকলের নজর কেড়েছে দেগঙ্গা ব্লকের দুটি পুজো প্যান্ডেল এবং প্রতিমা। দেগঙ্গার কার্তিকপুর অনাথ বন্ধু সমিতির প্রতিমা সকলের নজর কেড়েছে। মঙ্গলবার রাত ন'টা নাগাদ কার্তিকপুরে গিয়ে দেখা যায় অনাথ বন্ধু সমিতির ঠাকুর দেখতে দলে দলে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। অন্যদিকে এবারে দেগঙ্গার চট্টল পল্লী সমিতির প্যান্ডেল সকলের নজর কেড়েছে। প্যান্ডেলের অসাধারণ কারুকার্য দর্শনার্থীদের মুগ্ধ করেছে।