আউশগ্রাম ১: ট্রাফিক আইনকে তোয়াক্কা করে শহরের রাস্তায় বিকট শব্দে ছুটছে বাইক, অভিযানে নামলো গুসকরা ট্রাফিক গার্ড, খুলে হল সাইলেন্সার
ট্রাফিক আইনকে তোয়াক্কা করে শহরের রাস্তায় বিকট শব্দে ছুটছে একের পর এক বাইক। এতে নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়ায় এলাকাবাসীর। বাইকে লাগানো মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে এবার অভিযানে নামলো গুসকরা ট্রাফিক গার্ড। মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ এমনই দৃশ্য দেখা যায়। গুসকরায় বিকট আওয়াজ করে ছুটে চলা বাইক দাঁড় করিয়ে চালককে এব্যাপারে সতর্ক করার পাশাপাশি বাইক থেকে মডিফায়েড সাইলেন্সার খুলে দেন গুসকরা ট্রাফিক ওসি আশিষ কুমার লায়েক।