বনগাঁ: SCC পরিক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে গ্রেপ্তার মহিলা। বনগাঁ মহকুমা আদালতে পেশ।
SCC পরিক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে গ্রেপ্তার মহিলা। বনগাঁ মহকুমা আদালতে পেশ। স্কুল সূত্রে জানা গিয়েছে, গতকাল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে SCC র পরিক্ষা পড়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে SCC পরিক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে পরিক্ষা দিতে বসেছিল এক মহিলা পরিক্ষার্থী। পরিক্ষা দেওয়ার সময় তাকে মোবাইল বেড় করতে দেখে পরীক্ষক ।পরবর্তীতে তাকে তুলে দেওয়া হয় বনগাঁ থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত কারা হয়েছে মোবাইল৷