দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের গোসোবা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর আরামপুর থেকে নিতাই নস্কর নামে এক যুবককে রবিবার দিন গভীর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে গত ২০১৮ সালের জুন মাসে পারিবারিক বিবাদের জেরে জ্যাঠ তুতো দাদা গোবিন্দ নস্কর ও বৌদি লক্ষ্মী নস্কর কে মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছিল।সেই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধৃতকে গ্রেফতার করে সোমবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিন দিয়েছেন সোমবার সন্ধ্যায়।