সালানপুর: বরাকার বেগুনি সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন, উপস্থিত বিজেপি বিধায়ক
বরাকার বেগুনি সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন, উপস্থিত বিজেপি বিধায়ক পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বরাকরের বেগুনিয়া সার্বজনীন দুর্গাপূজার ৭৯ তম বর্ষ পূরণ হলো। আজ সন্ধ্যায় ৭টায় পুজোর শুভ উদ্বোধন করা হলো। যেখানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, ECL ডাইরেক্ট টেকনিকেল নীলাদ্রি শেখর রায়, পুজো কমিটির সভাপতি হারাধন মণ্ডল, সেক্রেটারি পিন্টু চ্যাটার্জি সহ অনেকে। এইবছর পুজোর মোট খরচ ১২লক্ষ টাকা থিম রয়েছে পু