পিংলা: অষ্টমীর রাতে পিংলার জলচকে কোচবিহারের রাজবাড়ী দেখতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়, রইলো ভিডিও
অষ্টমীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক এলাকায় ১০ নং অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী দুর্গোৎসব পুজো কমিটির এবছরের থিম কোচবিহারের রাজবাড়ি। মঙ্গলবার রাত্রি ১১ টা নাগাদ সেই পুজো মণ্ডপ দেখতে হাজার হাজার মানুষের ভিড়। রইল ভিডিও।