পুরুলিয়া ১: প্রমিলাবাহিনীর পথ অবরোধের জেরে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেলকুড়ি মোড় থেকে গ্রেফতার ১ব্যক্তিকে কোর্টে পেশ পুলিস
অবৈধ মদের বিরুদ্ধে দুদিন আগে পথে নেমেছিল প্রমিলা বাহিনী। ঘটনাটি ঘটেছিল ১ নম্বর ব্লকের অন্তর্গত বেলকুড়ি মোড়ে ,ঘটনাস্থলে পৌঁছেছিল মফঃ থানার বিশাল পুলিশ বাহিনী । মহিলাদের তাদের দাবি কোনমতে গ্রামে মদ বিক্রি করা যাবে না । তদন্ত চালিয়ে গত পরশু বেলকুড়ি থেকে একজনকে গ্রেফতার করেছিল এবং গতকালকেও বিকাশ গোপ নামে আরেকজনকে ৬০০ mlএর ২১ টি দিলখুসের বোতলসহ গ্রেফতার করে ধৃতকে দিন কোটে পেশ পেশ করা হল দুপুরে।