বর্ধমান ১: বর্ধমান হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় গ্রেফতার মেয়ে ও মা,ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ
ধৃত মেয়ের নাম রুমকি ওরফে রিংকি খাতুন ও তার মায়ের নাম মনিরা বিবি। রিংকির বাপের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরে ও শ্বশুড়বাড়ি বর্ধমানেরই বিজয়রামে।বর্ধমান মেডিকেলের বহি:বিভাগ থেকে শিশুপুত্রের মা,বাবা ও দিদিমাকে ভুল বুঝিয়ে মাত্র ১৮ দিনের শিশুপুত্রকে নিয়ে চম্পট দেয় রিংকি।হাসপাতাল থেকে চম্পট দেওয়ার পর শিশুপুত্র কে নিয়ে রিংকি খাতুন সোজা চলে যায় নিজের বাপের বাড়ি খাগড়গড়ের উত্তরপাড়ার ভাড়াবাড়ীতে।সিসিটিভি ফুটেজ ও স্থানীয় দের সাহায্যে পুলিশ জানতে পারে শিশুপুত্রটি খাগড়াগড়ে আছে