গোপীবল্লভপুর ১: কেন্দুগাড়ী রিক্রিয়েশান ক্লাবের উদ্যোগে আয়োজিত দুদিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ব্লক তৃণমূলের সভাপতি
গোপীবল্লভপুর ১ ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের কেন্দুগাড়ী রিক্রেয়াশন ক্লাবের উদ্যোগে আয়োজিত দুদিনের ফুটবল টুর্নামেন্টের শেষ দিন রবিবার হল ফাইনাল পর্যায়ের খেলা। ফাইনাল খেলায় অংশ নেয় ইউনাইটেড জয় মা কালী ফুটবল টিম ও ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল টিম।খেলার শেষে ২ গোলে জয়ী হল ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল টিম। ফাইনাল খেলার মাঠে এদিন বিকালে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, উপস্থিত বিশিষ্ট জনেরা জয়ী দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।