পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা তে বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শুক্রার নায়েক বয়স ৭০। বাড়ি দাঁতন দুই ব্লকের কেসরম্ভা এলাকায়। জানা যায় ওই ব্যক্তি বিষ খেয়েছিল তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। বেলদা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠায়।