সবং: পুনরায় সবং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হলো আবু কালাম বক্স কে, পুনরায় আস্থা রাখল দল
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে ঘাটাল সংগঠনিক জেলার প্রত্যেকটি ব্লকের ব্লক সভাপতি ও অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বদের নাম ঘোষণা করা হয়। পুনরায় সেই মতো সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয় আবু কালাম বক্সকে। পুনরায় দল তার ওপর ভরসা রাখলো। এই খবর আসতেই সবংজুড়ে আবু কালাম বসকে শুভেচ্ছা জানালেন দলের কর্মীরা এবং নেতৃত্বরা।