বিলোনিয়া: বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিসেবার খোঁজ নিতে পরিদর্শন করলেন বিধায়ক
বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিসেবার খোঁজ নিতে পরিদর্শন করলেন বিধায়ক।২২ শে সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় বিলোনিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।জানা যায় বিলোনিয়া মহকুমার বিলোনিয়া শহরের উপর অবস্থিত বিলোনিয়া মহকুমা হাসপাতাল।বিলোনিয়া মহকুমার রাজনগর থেকে ঋষ্যমুখ পর্যন্ত জনগন চিকিৎসা পরিসেবার সুযোগ গ্রহন করতে আসেন।