শান্তিপুর: পরেশনাথপুরে নোংরা ডোবা থেকে উদ্ধার বস্তাবন্দি সদ্যোজত শিশু কন্যা, চিকিৎসার জন্য পাঠানো হলো হাসপাতালে,এলাকায় চাঞ্চল্য
পরেশনাথপুরে নোংরা ডোবা থেকে উদ্ধার বস্তাবন্দি সদ্যোজত শিশু কন্যা, চিকিৎসার জন্য পাঠানো হলো হাসপাতালে,এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর দাসপাড়া এলাকায় শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকাযর একটি ডোবায় বস্তাবন্দী অবস্থায় কিছু পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তড়িঘড়ি বস্তাটি উদ্ধার করে মুখ খুলতেই দেখা যায় বস্তার ভিতরে রয়েছে সদ্যোজাত শিশুকন্যার দেহ। তড়িঘড়ি স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।