বনগাঁ: বিহার নির্বাচনে ব্যাপক জয় এনডিএ-র বনগাঁয় বিজয় মিছিল করলেন বিধায়ক অশোক কীর্তনীয়া, পথ চলতি মানুষকে খাওয়ালেন লাড্ডু।
বিহার নির্বাচনে ব্যাপক জয় এনডিএ-র বনগাঁয় বিজয় মিছিল করলেন বিধায়ক অশোক কীর্তনীয়া, পথ চলতি মানুষকে খাওয়ালেন লাড্ডু। বিহার নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় ব্যাপক জয় পেয়েছে এনডিএ জোট। বিহারের জয়ের আনন্দে বনগাঁ শহরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। সাধারণ মানুষদের মধ্যে লাড্ডু বিলি করলেন অশোক। ফটলো বাজিও।