ভাঙড় ২: দম থাকলে গায়ে হাত দিয়ে দেখো নেপাল হতে বেশিক্ষণ টাইম লাগবে না ভাঙ্গড় থেকে আইএসএফ নেতা কারিমুলের হুঁশিয়ারি
রবিবার রাত আটটা নাগাদ চা চক্র করলেন ISF এর সক্রিয় নেতা কারিমুল ইসলাম। জীবন দিতে হয় দিয়ে দেব লড়াই চালিয়ে যাব ছাব্বিশে বিধানসভায় দেখিয়ে দেব। কর্মীদের উদ্দেশ্যে শান্ত থাকার নির্দেশও দেন তিনি সময় আসলে হিসেব বুঝিয়ে দেওয়ার কথা বলেন।