নাগরাকাটা: সেবক ও গুলমা স্টেশনের মাঝে তিনটি হাতির প্রাণ রক্ষা করল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের দুই চালক,
জরুরী কালীন ব্রেক কষে একসাথে তিনটি হাতির প্রাণ রক্ষা করল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এর দুই চালক। ঘটনাটি ঘটে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ সেবক ও গুলমা স্টেশনের মাঝে ১৯/৯৮ নম্বর পিলারের কাছে। মহানন্দার জঙ্গল জেরা ওই ওই স্থানে তিনটি হাতি জঙ্গলের এক পাশ থেকে লাইন টপকে ওপর পাশে যাচ্ছিল। দূর থেকেই তা দেখতে পেয়ে সাথে সাথে জরুরী কালীন ব্রেক কষেন লোকো পাইলট মুকেশ কুমার এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সুব্রত হালদার।