দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের একটি গ্রাম থেকে আচমকা নিখোঁজ হয়ে গেল এক গৃহবধূ, তদন্তে পুলিশ
আচমকা নিখোঁজ হয়ে গেল এক গৃহবধূ। সোমবার সকাল সাতটা নাগাদই ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের একটি গ্রামে। সোমবার বেলা দুটো নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই গৃহবধুর মা। মায়ের দাবী সকাল সাতটা পর্যন্ত মেয়ে তার বাড়িতেই ছিল। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।