সোনারপুর: ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ নাবালক দুই দুষ্কৃতির বিরুদ্ধে
ছিনতাই এ বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ করল নাবালক দুই দুষ্কৃতির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সোনারপুর থানার পুলিশ নাবালক দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে। নাবালক দুই দুষ্কৃতির বাড়ি মল্লিকপুর এলাকায় বলে জানা গিয়েছে।