কুলপি: করঞ্জলী শীলপাড়া মহিলা পরিচালিত দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির হয়
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত করঞ্জলী শীলপাড়া মহিলা পরিচালিত দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে বুধবার দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে