ভাতার: মন্দারমণি বেড়াতে গিয়ে সমুদ্রের জলে নিখোঁজ ভাতাড়ের তরুণের নিথর দেহ বাড়িতে এসে পৌঁছালো, এলাকায় শোকের ছায়া
মন্দারমণি বেড়াতে গিয়ে সমুদ্রের জলে নিখোঁজ ভাতাড়ের তরুণের নিথর দেহ বাড়িতে এসে পৌঁছালো সোমবার আটটা ত্রিশ মিনিটে। এলাকায় শোকের ছায়া। পূর্ব বর্ধমান জেলার ভাতাড় বাজারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা স্বরাজ বসু, ডাক নাম রানা । কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। পড়াশোনায় মেধাবী ছাত্র ছিল সে। এলাকায় সমাজসেবী হিসেবে বেশ সুনাম অর্জন করেছিল।