শিলচর: বন্যার কবল থেকে মুক্তি পেতে কাটিগড়ার তারিণীপুরে নৌকার ওপর দোয়া মহফিল,উপস্থিত পীর জুনাইদ আহমদ মদনী
Silchar, Cachar | Sep 18, 2025 বন্যার কবল থেকে কৃষিক্ষেত রক্ষায় এবার জলের উপর নৌকায় বসে দোয়া মহফিল অনুষ্ঠিত হলো তারিনীপুরে। কাটিগড়ার বিধানসভার তারিনীপুরে বন্যার ভয়াল থাবা থেকে কৃষিক্ষেত রক্ষার আশায় অনন্য দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় মানুষ। বৃহস্পতিবার বিকাল ৫ টায় জানা গেছে, এলাকায় কৃষকদের উদ্যোগে নৌকার উপর বসে অনুষ্ঠিত হলো এক বিশেষ দোয়া মহফিল।দোয়া মাহফিলে খতমে খাজেগান ও মুনাজাত পরিচালনা করেন উজানডিহির প্রখ্যাত পীর শাহসুফি সৈয়দ জুনাইদ আহমেদ মদনী।