মেখলিগঞ্জ: মর্মান্তিক! পথ দুর্ঘটনায় আশংকাজনক অবস্থায় একজনকে রেফার করা হলো জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে
রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকা টোটোকে সজোরে ধাক্কা একটি বাইকের। ঘটনায় গুরতর আহত এক টোটো যাত্রীর পাশাপাশি বাইক চালক। মঙ্গলবার সন্ধায় ঘটনাটি ঘটে ধাপড়া-মেখলিগঞ্জ রাজ্য সড়কের তিনবিঘা সংলগ্ন এলাকায়। জানা যায়, ধাপড়া থেকে মেখলিগঞ্জ গামী একটি টোটো যাত্রী নিয়ে যাচ্ছিলো। যাত্রী নামানোর জন্য সেখানে দাঁড়ায়। এমন সময় একটি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এক টোটো যাত্রী ও বাইক চালক। টোটোতে থাকা বাকি যাত্রীরা আংশিক আহত হলেও সুরক্ষিত রয়েছে।