বাইকের মডিফায়েড সাইলেন্সারের বিকট আওয়াজের বিরুদ্ধে মেমারি থানার পুলিশি অভিযান চলছে। বর্তমানে যুবসমাজের মধ্যে জনপ্রিয় মডিফায়েড সাইলেন্সার কিন্ত এর ফলে যে একদিকে যেমন শব্দদূষণ হয় অন্যদিকে মডিফায়েড সাইলেন্সারের বিকট আওয়াজ জনভোগান্তির কারণ। এটি অবৈধ এবং মোটরযান আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।