উদয়পুর: উদয়পুর টেপানিয়া এলাকায় জলে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায়, মৃত শিশুর নাম রাজদীপ দেবনাথ
Udaipur, Gomati | Sep 16, 2025 উদয়পুর টেপানিয়া এলাকায় জলে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায়। মৃত শিশুর নাম রাজদীপ দেবনাথ। জানা যায় টেপানিয়া অরুণ দেবনাথের প্রকৃতি তিন বন্ধু মিলে স্নান করতে যায়। সেখানে রাজদীপ পুকুরের জলে ডুবে গিয়েছিল। উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে পড়তে পড়তে চিকিৎসক জানান সে মৃত।