শান্তিপুর: শান্তিপুর বিডিও অফিসে এসআইআর এর হেয়ারিং এর লাইনে দাঁড়ানো নিয়ে অশান্তি,ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলো পুলিশ
Santipur, Nadia | Jan 16, 2026 শান্তিপুর বিডিও অফিসে এসআইআর এর হেয়ারিং এর লাইনে দাঁড়ানো নিয়ে অশান্তি,ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, অন্যান্য দিনের মতন শুক্রবারও শান্তিপুর বিডিও অফিসে এসআইআর এর হেয়ারিং পর্ব চলছিল। অভিযোগ,দীর্ঘ সেই লাইনে দাঁড়ানো নিয়ে হঠাৎই গন্ডগোল শুরু হয় শুনানির জন্য আসা মানুষজনের মধ্যে। ঠিক মতন লাইনে দাঁড়াচ্ছে না অভিযোগ তুলে শুরু হয় বাকবিতন্ডা। পরে গন্ডগোলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন শান্তিপুর পুলিশ