বাগদা: বাগদার একাধিক চুরি কাণ্ডে মূল পান্ডা গ্রেফতার
বাগদার একাধিক চুরি কাণ্ডের মূল পান্ডা গ্রেফতার উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনায় গত সোমবার এক নাবালক সহ ৪ চোরকে গ্রেফতার গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ । কিন্তু পলাতক ছিল চোরেদের মূল পান্ডা । গতকাল বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার বানপুর এলাকা থেকে মূল পান্ডাকে গ্রেপ্তার করে । ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ।