সিউড়ি ১: হাটজনবাজারে রেলের ফ্লাইওভার তৈরির কাজ BJP পক্ষ থেকে বন্ধ করে দেওয়া প্রসঙ্গে মন্তব্য করলেন স্থানীয় তৃণমূল নেতা
Suri 1, Birbhum | Nov 22, 2025 শনিবার দিন সিউড়ির হাটজন বাজারে রেলের ফ্লাইওভার তৈরির কাজ বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা যায় বিজেপির পক্ষ থেকে। আর সেই প্রসঙ্গেই একাধির মন্তব্য করলেন স্থানীয় তৃণমূল নেতা পবিত্র দাস।