ময়নাগুড়ি: ফের রামশাইয়ের বুড়াকত্তাপাড়ায় উদ্ধার হল ১২ ফীটের কিং কোবরা, কিং কোবরা দেখতে ভিড় উৎসুক জনতার
ফের রামশাইয়ে উদ্ধার হল ১২ ফীটের কিং কোবরা সোমবার দুপুর প্রায় ১ টা নাগাদ ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের বুড়া কত্তা পাড়ায় উদ্ধার হল প্রায় ১২ ফিটের একটি কিং কোবরা।, জানাযায় রাস্তার ঝোপঝাড়ে কয়েকজনের নজরে পরে সাপটি এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের এরপর সংগঠনের সম্পাদক নন্দুকুমার রায় সহ তার টিম ও বনকর্মীরা দ্রুত এসে এদিন দুপুর দুটো নাগাদ সাপটিকে উদ্ধার করে এবং নিরাপদে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় ।