ঝুমুর সম্রাট শলাবত মাহাতো জীবন ও সংগীত সাধনা গ্রন্থ প্রকাশিত হলো পুরুলিয়া জেলা বইমেলায়। মানভূমের ঝুমুরকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন ঝুমুর সম্রাট সলাবত মাহাতো। পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারে সম্মানিত করেছিলেন। এদিন বিকেলে পুরুলিয়া জেলা বইমেলা মঞ্চে আনুষ্ঠানিক ভাবে বইটির উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল মাহাতো ও DLO মার্শাল টুডু। এ বিষয়ে কি জানাচ্ছেন বইটির সম্পাদক জলধর কর্মকার এবং পুরুলিয়ার সাহিত্যিক সুনীল মাহাতো শুনুন বিস্তারিত।