সিউড়ি ১: উত্তরবঙ্গে বন্যা দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে বিজেপির পক্ষ থেকে করিধ্যা এলাকায় দান সংগ্রহ শুরু করলো
Suri 1, Birbhum | Oct 11, 2025 ভয়াবহ বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যাতে প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই সমস্ত বন্যা দুর্গত পরিবারদের পাশে দাঁড়াতে আর তাদের হাতে ত্রাণ তুলে দিতে সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা এলাকায় দান সংগ্রহ শুরু করল বিজেপির পক্ষ থেকে শনিবার দিন।