সাগর: রবিবার দিন সকাল থেকেই গঙ্গাসাগর জবলাট মনসা বাজারে মনসা মেলা
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ধবলাট মনসা বাজারে মনসাবালা গঙ্গাসাগরে বহু প্রাচীন মেলার গুলির মধ্যে এটি মনসামেলা অন্যতম আজ সকাল থেকে ভোটার তুলনায় পাশাপাশি সন্দেহ করতেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও মায়ের আরাধনা যা দেখার জন্য ভিড় জমা এলাকার মানুষজন ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন।।