মেমারি ১: প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন মেমারিতে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবস উপলক্ষে সেবা সপ্তাহ পালিত হল দেশজুড়ে। শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির দু'নম্বর ব্লকে পাহাড়হাটি ব্লক হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো। মেমারি দু'নম্বর ব্লকের বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা ফল বিতরণ কর্মসূচি নেন। পাহারাটি ব্লক হাসপাতালে সমস্ত রোগীদের মধ্যে ফল বিতরণ করেন তারা। এদিন আনুমানিক ৭৫ এর জন্য রোগীকে ফল বিতরণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।