বেথুয়াডহরি এক নম্বর পঞ্চায়েতের প্রধান মৌমিতা বিশ্বাস সাহা এবং উপপ্রধান পাপু দাসের উদ্যোগে আজ লঙ্কা পরায় একটি হাইড্রেনের ওপর স্লাব বসানো কাজ শুরু হল। স্লাবটির দৈর্ঘ্য ২১২মি, চওড়া ২৭ ইঞ্চি স্লাবটি তৈরি করতে খরচ হবে ২ লক্ষ ৪০ হাজার টাকা। কি বললেন উপপ্রধান পাপু দাস তার মুখ থেকে শুনুন।