মেখলিগঞ্জ: চ্যাংড়াবান্ধায় প্রাক্তন পঞ্চায়েত সহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকটি পরিবারের
চ্যাংড়াবান্ধায় প্রাক্তন পঞ্চায়েত সহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কয়েকটি পরিবারের। চ্যাংড়াবান্ধা অঞ্চলের খেতাবেচা পাইকারেবাড়ি এলাকার ৬৭ নম্বর বুথ থেকে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁর সঙ্গে আরও ৩৪টি পরিবার এদিন তৃণমূলে যোগ দেন বলে দাবি তৃণমূলের। প্রসঙ্গত, বাবলু রায় প্রথমে তৃণমূল কংগ্রেসে যুক্ত ছিলেন, এরপর এক সময় যোগ দেয় বিজেপিতে। বিধায়কের হাত ধরে ফের তৃণমূলে ফিরে এলো সে।