মন্তেশ্বর: মন্তেশ্বরে শেয়ালের আক্রমণে জখম চার জন
মন্তেশ্বরে শেয়ালের আক্রমণে জখম চার জন, শনিবার রাত্রি ১২. ৩০ টা নাগাদ,জানা যায় ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরিয়া গ্রামে।শেয়ালের কামড়ে জখম হয় তিন জন মহিলা ও একজন পুরুষ।স্থানীয় সূত্রে জানা গেছে একটি শেয়াল হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে আক্রমণ করতে থাকলে গুরুতর ভাবে জখম হয়।জানা যায় জখম ৪জন হল সৃষ্টি দাস,মুক্তকেশী বালা,তীর্থবালা দাস,পুষ্প দাস।