পুরুলিয়া ১: নাবালিকা অপহরণের অভিযোগে শান্তিপল্লী এলাকা থেকে গ্রেফতার এক ধৃতকে কোর্টে পেশ করল পুলিশ
এক নাবালিকা অপহরণের অভিযোগে গত 15 তারিখে টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার মফসল থানা এলাকার শান্তি পল্লীর রাহুল বাগদি নামে এক যুবকের বিরুদ্ধে । লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে মফস্বল থানা এলাকার শান্তিপল্লী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে এদিন কোর্টে পেশ করা হয় দুপুর বেলা।