কমলপুর: ধলাই জেলা আবগারি দফতরের উদ্যোগে কমলপুর সমস্ত বিলিতি মদের দোকানগুলি সিল করে দিয়েছে দুর্গাপূজাকে উপলক্ষে সিল করে দেয়
ধলাই জেলা আবগারি দফতরের উদ্যোগে কমলপুর মহকুমা সমস্ত বিলিতি মদের দোকানগুলি সিল করে দিয়েছে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে। দূর্গা পূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে বিলিতি মদের দোকানগুলি। আবগারি দপ্তরের কর্মীরা কমলপুর বাজারে বিলিতি মদের দোকান গুলিতে তালা লাগিয়ে সিল করে দেয়।